ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস রোগীদের জন্য সমাজকল্যান অধিদপ্তর থেকে সরকারিভাবে এককালীন ৫০ হাজার টাকা সাহায্য......

No photo description available.



আপনার মা-বাবা, পরিবার, আত্মীয়-স্বজনের কেউ যদি ক্যান্সার আক্রান্ত হয়ে থাকেন, কিডনী সমস্যায় ডায়ালাইসিস নিতে হচ্ছে অথবা লিভার সিরোসিস রোগে ভুগছেন। 

টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না? কিছু টাকা পেলে চিকিৎসা করাতে পারবেন?  

উপরে যেসব রোগের কথা বলেছি সেসব রোগীদের জন্য সমাজকল্যান অধিদপ্তর থেকে সরকারিভাবে এককালীন ৫০ হাজার টাকা সাহায্যে করছে।




★ কারা এই সহায়তা পাবেন

১) ক্যান্সার আক্রান্ত রোগী

২) কিডনী রোগে আক্রান্ত 

৩) লিভার সিরোসিস 



★ সহায়তা পেতে কিভাবে আবেদন করতে হবে, বিস্তারিত বলে দিচ্ছি।

লিংক-এ গিয়ে একটি PDF ফাইল দেওয়া আছে সেটা ডাউনলোড করবেন।

তারপর PDF ফাইলটি ওপেন করে ৬ টি পৃষ্ঠা দেখতে পারবেন। প্রথমেই সেখানের ১ম পৃষ্ঠার দিক নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নিবেন। তারপর বাকি ৫ টা পৃষ্ঠা ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন। 

তারপর রোগীর নাম, ঠিকানা, বয়স, জাতীয় পরিচয়পত্র নাম্বার ও অন্যান্য সকল তথ্য পূরণের পর, পরিশিষ্ট-২ (ক) পৃষ্ঠাটি ডাক্তার পূরন করবে।

ধরুন আপনি কিডনী রোগী, আপনি একজন যে কিডনী বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসাধীন আছে অথবা আপনার রোগ বিষয়ে অবগত ডাক্তার দ্বারা আপনি পরিশিষ্ট-২ (ক) পেইজটি পূরন করবেন। সেখানে ডাক্তার আপনার নাম, আপনার রোগের ধরন লিখে দিয়ে নিজের একটি সীল দিয়ে দিবে, ডাক্তারকে অবশ্যই এই সহায়তার বিষয়ে আগে বিস্তারিত জানিয়ে নিবেন।  

তারপর পরিশিষ্ট-২ (খ) ফরমটিতে লিখে দিবেন যে আপনি পূর্বে কিডনি, লিভার, ক্যান্সার রোগের জন্য সরকার থেকে কোন সহায়তা নেননি।

PDF ফাইলের ১ম পৃষ্ঠার নির্দেশনা দেখে দেখে ফরমটি সঠিকভাবে পূরন কারার পর সেটাকে ১ম গ্যাজেটেড কর্মকর্তার সত্যায়িত সীল নিয়ে সেটা জমা দিবেন আপনার জেলা অথবা উপজেলা সমাজকল্যাণ অফিসে।

অবশ্যই মনে রাখবেন, রোগীর নিজ নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে, রোগী নিজ নাম বাদে অন্যকারো একাউন্ট থেকে এই সহায়তার টাকা তোলা যাবে না।

ফরম পূরনের ক্ষেত্রে যদি কোন কিছু না বুঝেন তবে আমার ইনবক্স আপনার জন্য খোলা থাকবে, যেকোন সময় আমাকে মেসেজ দিয়ে জানাতে পারেন যে আপনি কোন জিনিসটি বুঝেননি।

যথাযথভাবে জমা দেয়ার সকল প্রক্রিয়া শেষে টাকা পেতে আনুমানিক ৩-৪ মাসের মত সময় লাগতে পারে। 

ছবি : ব্যাংক চেকটি  Shariyer Rafsan তার মায়ের চিকিৎসা সহায়তার জন্য আবেদন করে পেয়েছিলেন। উনার পেতে সময় লেগেছিল আনুমানিক ৪ মাস।

©হাসান ইমাম 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.