Common and Unique Fears/Phobia Explained- সাধরন বা অন্যান্য ভয় গুলোর ব্যাখ্যা -3





আজকে আমরা জানবো "চিকিৎসা বিদ্যায় শর্তে ফোভিয়া, সাংস্কৃতিক ঘটনা জনিত ফোভিয়া ও 
প্রাকৃতিক বিজ্ঞানের ফোভিয়া।" সম্পর্কে-




চিকিৎসা বিদ্যায় শর্তে ফোভিয়া-

১। ওস্মোফোবিয়া বা গন্ধ থেকে বিরক্তি সৃষ্টি ঘ্রাণে সংবেদনশীলতা সংবেদনশীলতা
২। ফোনিফোবিয়া বা আশব্দের প্রতিরোধের ফলে শব্দের প্রতি সংবেদনশীলতা দেখা দেয়
৩। ফটোফোবিয়া বা আলোর সংবেদনশীলতা যা আলোর প্রতিরোধ ঘটাচ্ছে

সাংস্কৃতিক ঘটনা জনিত ফোভিয়া-

১। বিবলিওফোবিয়া বা বই বা ভয় বা ঘৃণা, একটি সাংস্কৃতিক ঘটনা হিসাবে
২। লাইপোফোবিয়া বা খাবারে চর্বি এড়ানো


প্রাকৃতিক বিজ্ঞানের ফোভিয়া-

১। অ্যাসিডোফোবিয়া / এসিডোফোবিক বা যে সমস্ত বস্তু অ-অম্লীয় অবস্থায় থাকে
২। হেলিওফোবিয়া /হেলিওফোবিক বা যে সমস্ত বস্তু/প্রানীর সূর্যালোক বিরূপ প্রভাব ফেলে/অপছন্দ
৩। হাইড্রোফোবিয়া / হাইড্রোফোবিক বা যে সমস্ত বস্তু জল থেকে দূরে থাকালে কাজ করে বা ভাল থাকে
৪। লাইপোফোবিসিটি বা যে সমস্ত বস্তু চর্বি অপছন্দ করে এমন (কখনও কখনও লিপোফোবিয়াও বলা হয়)
৫। অলিওফোবিসিটি বা যে সমস্ত বস্তু তৈলাক্ততা পরিহার করে
৬। ফটোফোবিয়া (জীববিজ্ঞান) বা নেতিবাচক ফোটোট্যাক্সিস বা ফটোোট্রোপিজম প্রতিক্রিয়া বা আলোর বাইরে থাকার প্রবণতা
৭। সুপারহাইড্রোফোব বা যে সমস্ত বস্তু ভিজানো অত্যন্ত কঠিন সেই উপকরণগুলি
৮। থার্মোফোবিয়া বা উত্তাপ পরিহার করে এমন সব অবস্থা বা বস্তু

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.