Common and Unique Fears/Phobia Explained- সাধরন বা অন্যান্য ভয় গুলোর ব্যাখ্যা




সাধারন ফোভিয়া বা ভয়ঃ

মানুষ ভিবিন্ন সময় ভিবিন্ন পরিস্থিতি ফেইস করে থকে, আর সেই পরিস্থিতি গুলোর মধ্যে কিছু থাকে আনন্দের কিছু থাকে বেদনার। আনন্দ  বেদনার সাথে সাথে মানুষারেকটি পরিস্থিতির শিকার হয় সেটি হলো "ভয় বা ফোভিয়া"

"কুহক"এর আজকের ব্লগ-এ আমরা জানবো, ভয় বা ফোভিয়া কয় ধরনের আছে আর কোন ভয়'কে বৈজ্ঞানিক কী নাম দেওয়া হয়েছে।

প্রথমে'ই জানা যাক ভয় বা ফোভিয়ে কী? বা হিউম্যান সাইকোলজির মতে ফোভিয়া কাকে বলে?

ভয় মনের অবচেতন স্তরের একটি বিশেষ মানসিক অবস্থা, যার নির্দিষ্টতা আছে কিন্তু ভয় যখন নির্দিষ্টতা অতিক্রম করে, একে ভয়রোগ/ ভীতিরোগ/ ফোবিয়া বলে।আমাদের অতি পরিচিত ভয়গুলো হচ্ছে অন্ধকারে থাকার ভয়, নির্দিষ্ট প্রাণীর ভয়, অতিপ্রাকৃত বা অলৌকিক ব্যাপারে ভয়, কোনো নির্দিষ্ট স্থানের ভয় ইত্যাদি।

নিচের তালিকায় বিভিন্ন রকম ফোবিয়ার দেখা পাওয়া যাবে। অনেক ফোবিয়ার কথা বিভিন্ন ওয়েবসাইটে দেয়া আছে। কিছু কিছু সাইক্রিয়াট্রিক সাইট আছে যেগুলোতে এগুলোকে ক্যাটাগরি অনুযায়ী সাজানো হয়েছে, কিছু কিছুতে বিশদ বর্ণনা করা আছে প্রত্যেকটির। এখানে বিশদ বর্ণনা না করে শুধু তালিকায় নামগুলো যোগ করা হয়েছে।প্রথমত আমরা ভয়ের প্রকারভেদ ও পরিচিত জানি পরের ব্লগ থেকে আমাদের "Human Psychology-হিউম্যান সাইকোলজি" ক্যাটাগরিতে প্রতিটি ফোভিয়া বা ভয়ের বিশদ আলোচনা থাকবে।



এবার জেনে নেওয়া যাক ফোভিয়ার প্রকারভেদ গুলোঃ-


ফোভিয়াকে সাধারনত ৬ ভাগে ভাগ করে হয়ছে,তা হলো-


১। মনস্তাত্ত্বিক ফোভিয়া।

২। সাংস্কৃতিক কুসংস্কার এবং বৈষম্য ফোভিয়া।

৩। জাগতিক কুসংস্কার এবং বৈষম্যা ফোভিয়া।

৪। চিকিৎসা বিদ্যায় শর্তে ফোভিয়া।

৫। সাংস্কৃতিক ঘটনা জনিত ফোভিয়া।

৬। প্রাকৃতিক বিজ্ঞানের ফোভিয়া।


আজকে আমরা মনস্তাত্ত্বিক ফোভিয়ার প্রকারভেদ গুলো সম্পর্কে জানবো-

১। অ্যাক্লুওফোবিয়া বা অন্ধকারের ভীতি

২। অ্যাকোস্টিকোফোবিয়া বা শব্দের ভয়

৩। এক্রোফোভিয়া বা উচ্চতা ভীতি

৪। অ্যারোফোবিয়া বা বিমান বা উড়ন্ত অবস্থার ভীতি

৫। অ্যাগ্রোফোবিয়া বা খোলা জায়গার ভীতি

৬। আইচমোফোবিয়া বা সূঁচ বা ছুরির মতো ধারালো বা সূচালো বস্তুর ভীতি

৭। আইলুরোফোবিয়া বা বিড়ালদের ভীতি / অপছন্দ

৮। অ্যালগোফোবিয়া বা ব্যাথার ভয়

৯। অ্যানক্রাফোবিয়া বা বাতাস বা বাতাসের ঝাপটার ভয়

১০। অ্যান্ড্রোফোবিয়া বা প্রাপ্তবয়স্ক পুরুষদের ভীতি

১১। অ্যাফেনফোস্ফোবিয়া বা স্পর্শ হওয়ার ভীতি

১২। অ্যাকোয়াফোবিয়া বা জল/পানিতে ভয়

১৩। আরাকনোফোবিয়া বা মাকড়সা বা এই জাতীয় পতঙ্গের ভয়।

১৪। অ্যাস্ট্রোফোবিয়া বা বজ্রপাতের ভয়

১৫। অ্যাটেলোফোবিয়া বা অসম্পূর্ণতার ভয়।

১৬। অটোফোবিয়া বা বিচ্ছিন্নতা

১৭। ব্যাকটোরিয়োফোভিয়া বা ব্যাকটেরিয়ার ভয়।

১৮। বাসিফোভিয়া বা খাড়া দাঁড়ানোর ভীতি এবং পড়ার ভয়।

১৯। বাতরাচোফোভিয়া বা ব্যাঙ বা এ জাতীয় উভয়চর প্রাণীর ভয়।

২০। বেলোনফোভিয়া বা সূঁচ ভীতি

২১। বিবলিওফোবিয়া বা বইয়ের ভীতি

২২। অ্যাসিমোফোবিয়া বা কদর্যতার ভীতি

২৩। কার্সিনোফোবিয়া বা ক্যান্সারের ভয়

২৪। ক্যাটোপট্রোফোবিয়া বা আয়না ভীতি

২৫। কেমোফোবিয়া বা রাসায়নিক ভয়

২৬। চেরোফোবিয়াবা সুখের ভীতি

২৭। চিরোপোফোবিয়া বা বাদুড়ের ভয়

২৮। ক্রোমাটোফোবিয়া বা রঙয়ের ভয়

২৯। ক্রোনোফোবিয়া বা সময়/ সময় এগিয়ে যাওয়র ভীতি

৩০। ক্রোনোমেন্ট্রোফোবিয়া বা ঘড়ির ভয়

৩১। সিটোফোবিয়া বা খাদ্য প্রতি ভীতি

৩২। ক্লাস্ট্রোফোবিয়া বা পালাতে না পারা বা আবদ্ধ হওয়ার ভীতি।

৩৩। কোইমেট্রোফোবিয়া বা কবরস্থানের ভীতি

৩৪। কোপ্রোফোবিয়া বা মল বা বিষ্ঠার ভয়।

৩৫। কলোরোফোবিয়া বা ভীড়ের ভীতি

৩৬। সাইবারফোবিয়া বা সাইবার ভীতি।

৩৭। সাইনোফোবিয়া বা কুকরদের ভয়

৩৮। ডেমনোফোভিয়া বা ভূতের ভয়

৩৯। ডেন্ড্রোফোভিয়া বা গাছের ভয়

৪০। ওডোন্টোফোভিয়া বা দাঁতের পদ্ধতি ভয়

৪১। ডেন্টোফোভিয়া বা দাঁতের ভয়

৪২।  ডেমাটোফোভিয়া বা বাড়ির ভয়

৪৩।  ডিসমোরোফোভিয়া বা একটি আসল বা কাল্পনিক দেহের ভীতি

৪৪। ইকোফোভিয়া বা ভয়াবহ পরিবেশগত পরিবর্তনের ভয়

৪৫। আইসোপোট্রোফোভিয়া বা আয়নাগুলির ভয় বা আয়নাতে কারও প্রতিচ্ছবি দেখতে পাওয়া

৪৬। এমেটোফোবিইয়া বা বমি বমি ভীতি

৪৭। এনোক্লোফোবিয়া বা ভিড় ভীতি

৪৮। এন্টোমোফোবিযইয়া বা পোকার ভয় / অপছন্দ

৪৯। এফবিফোবিয়া যৌবনের ভয়  বা তরুণদের ভুল, অতিরঞ্জিত ও সংবেদনশীল চরিত্রায়ন

৫০। ইকুইনোফোবিয়া বা ঘোড়া ভীতি
৫১। এরগ্যাসিওফোবিয়াবা কাজ বা কাজ করার ভয়, বা কোনও সার্জনের অপারেটিংয়ের ভয়
৫২। এরোটোফোবিয়া বা যৌন ভালবাসা বা যৌন নির্যাতনের ভীতি
৫৩। ইরিওথোফোভিয়া বা রঙ লাল ভয়, বা গাল লাল ভীতি
৫৪। ইউরোটোফোবিয়া বা মহিলা যৌনাঙ্গে বিরক্তি
৫৫। ফ্রিজোফোবিয়া বা খুব ঠান্ডা হয়ে যাওয়ার ভীতি
৫৬। গ্যামোফোবিয়া বা বিয়ের ভীতি
৫৭। জেলোটোফোবিয়া বা হেসে যাওয়ার ভয়
৫৮। গিফ্রোফোবিয়া বা সেতুর ভয়
৫৯। কোইটোফোবিয়া বা যৌন মিলনের ভীতি
৬০। জেনোফোবিয়া বা হাঁটুর ভীতি বা হাঁটুর অভিনয়
৬১। গেরাসকোফোবিয়া বা বৃদ্ধ বা বৃদ্ধ হওয়ার ভীতি
৬২। জেরন্টোফোবিয়া বা বৃদ্ধ হওয়ার ভয়, বা বয়স্কদের মধ্যে ঘৃণা বা ভয়
৬৩। গ্লোবোফোবিয়া বা বেলুনের ভয়
৬৪। গ্লোসোফোবিয়া বা প্রকাশ্যে কথা বলার বা কথা বলার চেষ্টা করার ভীতি
৬৫। জিমনোফোবিয়া বা নগ্নতার ভীতি
৬৬। গাইনোফোবিয়া বা প্রাপ্তবয়স্ক মহিলাদের ভীতি
৬৭। হ্যালিটোফোবিয়া বা দুর্গন্ধের ভয়
৬৮। হাফেফোবিয়া বা স্পর্শ হওয়ার ভয়
৬৯। ইডোনফোবিয়া বা আনন্দ পাওয়ার ভয়
৭০। হেলিওফোবিয়া বা সূর্য বা সূর্যালোকের ভয়
৭১। ভার্মিফোভিয়া বা কৃমির ভীতি
৭২। হিমোফোবিয়া বা রক্তের ভীতি
৭৩। হেক্সাকোসিওইহেক্সেকন্টেহেক্সফোবিয়া বা 666 নম্বর ভীতি
৭৪। হিপোফোবিয়া বা ঘোড়াগুলির ভয় / অপছন্দ
৭৫। হডোফোবিয়া বা ভ্রমণের ভয়
৭৬। হাইড্রোফোবিয়া বা পানির ভয়
৭৭। সোমনিফোবিয়া বা ঘুম বা দুঃস্বপ্নের ভয়
৭৮। হাইপোকন্ড্রিয়া বা অসুস্থতার ভীতি
৭৯। ইছথিয়োফোবিয়া বা মাছ খাওয়ার ভয় বা মৃত মাছের ভয় সহ একটি মাছের ভীতি
৮০। কাউম্পুনোফোবিয়া বা বোতামগুলির ভয়
৮১। লিলাপসোফোবিয়া বা টর্নেডো বা হারিকেনের ভীতি
৮২। লেপিডোপটারোফোবিয়া বা প্রজাপতি এবং পতঙ্গ ভীতি
৮৩। ম্যাজিরোকোফোবিয়া বা রান্না ভীতি
৮৪। মাস্ক্লোফোবিয়া বা মুখোশ, পোশাক এবং মাস্কটগুলিতে লোকদের ভীতি
৮৫। মেলানোফোবিয়া বা কালো রঙ ভীতি
৮৬। এপিফোবিয়া বা মৌমাছিদের ভয় / অপছন্দ
৮৭। মনোফোবিয়া বা একা বা বিচ্ছিন্ন হওয়ার বা নিজের আত্মার ভীতি
৮৮। সিরিফোবিয়া বা ইঁদুর বা ইঁদুরগুলির ভয় / অপছন্দ
৮৯। মাইর্মেকোফোবিয়া বা পিঁপড়ার ভীতি
৯০। নেক্রোফোবিয়া বা মৃত্যু বা মৃত ভীতি
৯১। প্রোসোফোবিয়া বা নতুনত্ব
৯২। ন্যাকিটোফোভিয়া বা রাতের ভীতি
৯৩। নমোফোবিয়া  বা মোবাইল ফোনের যোগাযোগের বাইরে যাওয়ার আশঙ্কা
৯৪। নসোকোমোফোবিয়া বা হাসপাতালের ভীতি
৯৫। নোসোফোবিয়া বা কোনও রোগ হওয়ার আশঙ্কা
৯৬। ইকোফোবিয়া বা দেশে ফেরার ভয়
৯৭। নিউমারোফোবিয়া বা সংখ্যার ভীতি
৯৮। স্কোটোফোবিয়া বা অন্ধকার ভীতি
৯৯। ওবেসোফোবিয়া বা ওজন বাড়ার ভীতি
১০০। ওডন্টোফোবিয়া বা দাঁতের ভীতি
১০১। ওমমেটাফোবিয়া বা চোখের ভীতি
১০২। ওয়ানিরোফোবিয়া বা স্বপ্ন ভয়
১০৩। ওফিডিওফোবিয়া বা সাপদের ভয় / অপছন্দ
১০৪। চক্ষু বা তাকিয়ে থাকার ভীতি
১০৫। অরনিথোফোবিয়া বা পাখিদের ভয় / অপছন্দ
১০৬। পোরফায়োফোবিয়া বা বেগুনি রঙ ভয়
১০৭। টেরোমোরহেনোফোবিয়া বা উড়ন্ত ভয়
১০৮। পাইরোফোবিয়া বা আগুনের ভয়
১০৯। রেডিওফোবিয়া বা তেজস্ক্রিয়তা বা এক্স-রে এর ভয়
১১০। রানিদাফোবিয়া বা ব্যাঙের ভয় / অপছন্দ, একটি জুওফোবিয়া
১১১। রোলার কোস্টার ফোবিয়া বা বেলন কোস্টারের ভয়
১১২। স্কোপোফোবিয়া বা তাকানো বা তাকানো ভয়
১১৩। সেক্সোফোবিয়া বা যৌন অঙ্গ বা যৌন ক্রিয়াকলাপগুলির ভীতি
১১৪। সিডারোড্রোমোফোবিয়া বা ট্রেন বা রেলপথের ভীতি
১১৫। সোসিয়োফোবিয়া বা মানুষ বা সামাজিক পরিস্থিতির ভীতি
১১৬। সোমনিফোবিয়া বা ঘুমের ভয়
১১৭। স্পেকট্রোফোবিয়া বা আয়না ভয়
১১৮। স্ট্যাসিফোবিয়া বা দাঁড়িয়ে বা হাঁটার ভয়
১১৯। সাবমেচানোফোবিয়া বা আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত মানবসৃষ্ট বস্তুগুলির ভীতি 
১২০। টেফোফোবিয়া, টেফেফোবিয়া বা কবরের ভীতি, বা বেঁচে থাকতে কবরে রাখার ভীতি
১২১। টেকনোফোবিয়া বা উন্নত প্রযুক্তির ভীতি ( লুডাইটও দেখুন )
১২২। টেলিফোন ফোবিয়া ব টেলিফোন কল করা বা গ্রহণে ভীতি বা অনীহা
১২৩। টেরাতোফোবিয়া বা একটি বিকৃত ভ্রূণকে জন্ম দেওয়ার ভয় 
১২৪। টেট্রোফোবিয়াবা বা ৪ সংখ্যার ভয়
১২৫। থ্যালাসোফোবিয়া বা সমুদ্রের ভয়, বা সমুদ্রের মধ্যে থাকার ভয়
১২৬। থানাটোফোবিয়া বা মারা যাওয়ার ভয়
১২৭। থার্মোফোবিয়া বা উচ্চ তাপমাত্রায় অসহিষ্ণুতা
১২৮। টোকোফোবিয়া বা প্রসব বা গর্ভাবস্থার ভীতি
১২৯। টোমোফোবিয়া বা আক্রমণাত্মক চিকিৎসা পদ্ধতির ভয়
১৩০। টোনিট্রোফোবিয়া বা গর্জনের ভয়
১৩১। টক্সিফোবিয়া বা বিষ হওয়ার ভয়
১৩২। ট্রমাটোফোবিয়া বা আঘাত ফোবিয়ার প্রতিশব্দ: আঘাত লাগার ভয়
১৩৩। ট্রাইকোফোবিয়া বা চুলের শিকড়ের এমন কিছু সম্পর্কে বিভ্রান্তিকর ভয় যা এটি বাড়তে বাধা দেয়,
১৩৪। ত্রিস্কাইডেখোবিয়া, টেরডেকফোবিয়া বা ১৩ সংখ্যাটির ভয়
১৩৫। ট্রিপানোফোবিয়া, বেলোনফোবিয়া, এনোটোফোবিয়া বা সূঁচ বা ইনজেকশনগুলির ভয়
১৩৬। ট্রাইফোফোবিয়া বা গর্তের প্যাটার্ন সহ গর্ত বা টেক্সচারের ভয় 
১৩৭। ভিওফোভিয়া বা ড্রাইভিং ভীতি
১৩৮। ভার্মিনোফোবিয়া বা জীবাণু ভয়
১৩৯। ওয়ার্কপ্লেস ফোবিয়াবা কর্মক্ষেত্রের ভীতি।
১৪০। জ্যানথোফোবিয়া বা হলুদ রঙ ভীতি


ধন্যবাদ, 
পরবর্তী ব্লগ এ আমরা সাংস্কৃতিক কুসংস্কার এবং বৈষম্য ফোভিয়া'র প্রকারভেদ গুলো জানবো।
কুহকের পাশেই থাকুন............😊

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.