Androphobia বা প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি ভয়



প্রাচীনকাল থাকে আমরা নানাবিধ কারনে ভয় পেয়ে থাকি। শুধু মানুষই নয় সব ধরনের প্রাণীরা'ই ভয় পেয়ে থাকে। ভয় এমন একটী বিষয় যা আমাদের শরীর থেকে মস্তিষ্ককে সিগন্যালিজম এর মাধ্যমে নিষ্কৃয় করে দেয়। আজকে আমরা জানবো এন্ড্রোপোবিয়া (Androphobia) বা প্রাপ্তবয়ষ্ক পুরুষের প্রতি ভয় সম্পর্কে।


ফোভিয়া সাধারণত জাত গোত্র ও বংশ ভিত্তিক হলেও এন্ড্রোফোভিয়া হওয়ার জন্য দায়ী পরিবেশ।একটি মেয়ে ছোট থেকে যখন চারদিকে ধর্ষণ আহাজারী নির্লজ্জতা বা তার পরিবার কিংবা ক্লোজ কাউকে হ্যারেজড হতে দেখে কোনো প্রাপ্ত বয়ষ্ক পুরুষ দ্বারা তখন তাদের মনের ভিতর একটা আতঙ্ক সৃষ্টি হয় আর এই আতঙ্কের সাথে থাকে ঘৃণাও। 

তীব্র ঘৃণার সাথে সাথে ঐ ব্যাক্তিটির প্রতি ভয় সৃষ্টি হওয়াকে এন্ড্রোফোভিয়া #Androphobia বলে। এই ভয়ের কারনে ঐ ১/২ জন ব্যাক্তির জন্য সব প্রাপ্ত বয়ষ্ক ছেলেদেরও ভয় পেতে থাকে, ভিতরে একটি ব্যাড ইমেইজিনেশন সৃষ্টি হয় যার ফলে অনেক মেয়েরা বিয়ে করতে অনীহা প্রকাশ করে বাসা থেকে বের হতে চায়না সোর গোম পছন্দ করেনা অনেক ক্ষেত্রে ইন্ট্রোভার্ট হয়ে যায় যার ফলে মেজাজ খিটখিটে হয়ে থাকে সবসময় আর সবকিছুতেই বিরক্ত হয়।

আপনাদের কারো যদি এই ধরনের ফোবিয়া থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা এই প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত সলুশন দিবো।

#এন্ড্রোফোবিয়া, #এন্ড্রফোভিয়া, #Androphobia, #অ্যান্ড্রোফোবিয়া #phobia #solution #kuhok #কুহক

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.