প্রথম দেখায় ছবিটাতে কী দেখছেন সেটাই প্রকাশ করবে আপনার মনের ভয়! Phobia Test

 



কী দেখছেন ছবিটাতে? প্রথম দেখায় ছবিটাতে কী দেখছেন সেটাই প্রকাশ করবে আপনার মনের ভয়!


যদি আপনি প্রথমে ছুরি দেখে থাকেন:

আপনি যদি ছবির মাঝে প্রথমে ছুরিটিকেই লক্ষ্য করে থাকেন, তাহলে খুব সম্ভবত আপনার অবচেতন মনের ভয় কঠিন অসুখকে ঘিরে। আপনার মনে হয় যে আপনার কোন একটি কঠিন অসুখ হবে বা হয়েছে, যা আপনি জানেন না। আপনি রোগে ভুগে কষ্ট পেয়ে মৃত্যুকে ভয় করেন।

 

যদি আপনি প্রথমে শুঁয়োপোকাটিকে দেখতে পান:

এত কিছু বাদ দিয়ে যদি কেবল শুঁয়োপোকাটিকেই আপনার প্রথমে চোখে পড়ে থাকে, তাহলে আপনার মনের গোপন ভয়টি হচ্ছে অশরীরীর ভয় বা ভূতের ভয়, যাকে phasmophobia-ও বলা হয়ে থাকে। আপনি অতিপ্রাকৃত শক্তি ও ঘটনাকে ভয় করেন।

 

যদি আপনি প্রথমে প্রজাপতি দেখে থাকেন:

প্রথমে প্রজাপতি দেখে থাকলে আপনার গোপন ভয়টি হচ্ছে প্রতারণা! আপনি মানুষ বা সম্পর্কে প্রতারিত হওয়াকে ভয় পান। কারণ হয়তো জীবনে অনেকবার কাছের ব্যক্তিদের দ্বারাই প্রতারিত হয়েছেন বা দুঃখ পেয়েছেন। প্রতারিত হওয়া বা ঠকে যাওয়াটাই আপনার অবচেতন মনের ভয়!

 

যদি আপনি প্রথমে আপেল দেখতে পান:

যদি প্রথমেই আপনার আপেল চোখে পড়ে থাকে, তাহলে আপনার অবচেতন ভয় হচ্ছে মৃত্যু। তবে নিজের নয়, আপনজনেদের। হয়তো ইতিমধ্যেই আপনজন হারানোর অভিজ্ঞতা আপনার হয়েছে, তাই এই ভয়টি আরও পোক্তভাবে মনে জেঁকে বসেছে।

 

এখন বলুন তো, আপনার ক্ষেত্রে ফলাফল কোনটা এসেছে? আমার ফলফলটি কিন্তু একদম মিলে গেছে। অপেক্ষায় রইলাম আপনাদের ফলাফল জানার!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.