অ্যাক্লুওফোবিয়া বা অন্ধকারের ভীতি কী বা কেন হয়?

আমার খুন ও ধর্ষণ ভীতি ! - jrsikder's bangla blog





অন্ধকার ভীতি



আজকে আমরা অ্যাক্লুওফোবিয়া বা অন্ধকারের ভীতি কেন হয় বা এর প্রতিকৃতি কেমন তা সম্পর্কে জানবো


মানুষের প্রাচীনতম ভীতি হিসেবে চিহ্নিত করা হয় অন্ধকারের ভয়কে। অন্ধকার নেমে এলেই মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। হঠাৎ করে আলো নিভে গেলে মানুষ সবার আগে তাই আলোর ব্যবস্থা করতে তৎপর হয়ে পড়ে। সন্ধ্যা নামছে দেখলেই মানুষ তাই রাতের জন্য আলো জ্বালায়, সেই পুরোনো ভয়ের সূত্র ধরেই।

মানুষ অন্ধকারকে এত ভয় পায় কেন?- এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গবেষকরা জেনেছেন মানুষের অতীতের ভয়ঙ্কর সব অভিজ্ঞতা ঘিরে আছে অন্ধকার থেকেই।

আদিম যুগে মানুষ বাসস্থান হিসেবে বেছে নিত অন্ধকারাচ্ছন্ন গুহাগুলোকে। যেগুলো প্রায়ই হিংস্র পশুদের দ্বারা আক্রান্ত হতো। এ ছাড়া রাতের আঁধারেই হিংস্র পশুদের শিকারে পরিণত হতো মানুষ। এসব কারণে আদিমকাল থেকেই মানুষ অন্ধকারকে ভয় পায়। 

অন্ধকারের ভয় পৃথিবীর বেশিরভাগ মানুষের মধ্যে ছড়িয়ে আছে। অন্ধকারের ভয় যত প্রবল হয়, মানুষ অন্ধকারে তত বেশি সময় থাকতে অপছন্দ করে। অন্ধকারকে ভয় পাওয়ার কারণ হিসেবেই এ ধরনের অনুভূতি প্রবল হতে থাকে। অন্ধকারে থাকার কারণে মানুষের ভেতরে বিচিত্র সব ভয় দানা বাঁধতে থাকে। অতিপ্রাকৃত ঘটনার বিচিত্র চিত্রগুলোও মনের ভেতরে অন্ধকার থেকেই সৃষ্টি করে মানুষ। বড় ধরনের বিপদে পড়লে মানুষ চোখ বন্ধ করে অন্ধকারের আশ্রয় নিয়ে সব আশার জলাঞ্জলিও দেয় এ কারণেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.