The Green Knight-দ্যা গ্রীন নাইট



নিজেকে স্মরণীয় দেখতে কিংবা করতে কে না চায়? আর সেটা যদি হয় ইতিহাসের পাতায়? কিন্তু স্মরণীয় হওয়ার মতো ব্যাক্তিত্ব, চারিত্রিক গুণাবলি, মানসিকতা আর সাহস কি সবার মাঝে থাকে?




Movie- The Green Knight

Language- English 

Director- David Lowrey

IMDb- 7.1/10

Rotten Tomatoes- 87%

Personal reating- 8.5/10

18+ Alert❌

চৌদ্দ'শ শতকের কবিতা “Sir Gawain and the Green Knight” কবিতার গল্প থেকে অনুপ্রাণিত হয়ে 'David Lowrey' মুভিটি তৈরি করেছেন। সাহিত্যের অসাধারণ লেখনির পাশাপাশি পরিচালকও সাহিত্যের ছোয়াতে নিপুণভাবে মুভিটি তৈরি করেছেন। 

কিংবদন্তীর খাতায় নাম লেখাতে কে না চায়! কিন্তু সবাই কি এটার যোগ্য? সেই যোগ্যতা অর্জন করতে কি কি লাগে? বীরের মতো যুদ্ধা, সাহষ, শক্তি? নাকি অন্য কিছু? সেই যোগ্যতা অর্জন নিয়েই মূলত এগিয়ে চলে মুভির গল্প।

Spoiler Alert ‼️

প্লটঃ গাওয়েন একজন রাজপরিবারের সন্তান, সে রাজা আর্থার এর বোনের মেয়ে কিন্তু সে ভীরু, নারী নেশায় মগ্ন, কাপুরুষ। এক ক্রিসমাসের দিনে রাজা আর্থার এর রাজ্য আগমন ঘটে এক অপ্রত্যাশিত গ্রিন নাইটের। গ্রিন নাইট রাজ্যের সবাইকে একটি চ্যালেঞ্জ দেয় যে তাকে এমন একটি আঘাত দিতে হবে যার প্রতিদান সে এক বছর পর ফেরত দেবে। দানবের মতো বিশাল গাছের মতো প্রাণীটির চ্যালেঞ্জ গ্রহন করতে কেউ যখন সাহস পাচ্ছিল না ঠিক তখনই গাওয়েন চ্যালেঞ্জ গ্রহন করে এবং সেই গ্রিন নাইট এর কল্লা কেঠে ফেলে। তারপর কি হবে? এক বছর পর তার কি প্রতিদান পেতে হবে?

নিজেকে যোগ্য এবং সাহসী প্রমাণ করতে গাওয়েন ছুটে চলে এক প্রান্ত হতে অপর প্রান্তে। সেই যাত্রায় সে সম্মুখীন হয় বিভিন্ন বাধার, বিভিন্ন পরীক্ষার।কিন্তু শেষ পর্যন্ত কি হয়? গাওয়েন কি পারে নিজেকে যোগ্য প্রমাণ করতে?

প্রচলিত কোনো এডভেঞ্চার কিংবা ফ্যান্টাসির ধারা অনুসরণ না করে পরিচালক চমৎকার স্টোরি টেলিং এর মাধ্যমে এক ভিন্ন ধারার এডভেঞ্চার এর অভিজ্ঞতা দিয়েছে যা আপনাকে গল্পের গভীরে নিয়ে যাবে।মুভিটির সিনেমাটোগ্রাফি ছিলো দারুণ। আমাকে রীতিমতো মুগ্ধ করেছে। এবং মুভির স্টোরি টেলিং ও ছিলো চমৎকার। দ্যাব পেটেল গাওয়েন চরিত্রে এবং বাকি সবার অভিনয় ও ছিলো অসাধারণ। সব মিলিয়ে একটি সুন্দর সময় উপভোগ করতে কিংবা চোখের আরাম পেতে দেখে ফেলতে পারেন মুভিটি। 



©Mehedi Hasan Didar

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.