#হ্যালো- Hello By মাজহারুল ইসলাম রাকিব (MI Rakib)

 



#হ্যালো


এসব ভাবাভাবির দিন শেষ,

কে কেমন আছে কোথায় কীভাবে...

এক বুক প্রেম উৎসর্গ করে ভালোবাসার ইচ্ছে ছিলো;

দিন,মাস বছর যায়,শতাব্দী কাটলো অভাব অনটনে।

পিচাশদের লাশের চাহিদায় ভালোবাসা'ই যায়না,

হালুম করে আকড়ে ধরে পা,হায়নাদের মাংসের লোভ যেভাবে।



শুকনো দরিয়া গতিহীন রয়,

নিউজফিড স্ক্রল করলে এখন আর দেশ বিদেশের খবর রয় না।

পত্রিকাগুলোও বিজ্ঞাপনে ভরা,

টিভি-নিউজচ্যানেল গুলো ঢাকা পড়েছে সিরিয়ালের টানে,

অনলাইন পোর্টাল গুলো খেয়েছে গুগল এডসেন্সে।

কে কোথায় কিভাবে মরলো;

খুন নাকি আত্মহত্যা? এরূপ অভিনয়ের দায়ী কী আর হব না?



শিক্ষাপ্রতিষ্ঠান রক্তে থাকে ঘেরা,রাজপথ আর রোজপথে নেই ভিন্নতা।

৬ডিজিটের চেক বা কোনো স্টার পতিতাদের সাথে ডিনার করালেই,কনভেন্স!



অদ্ভুত-

হ্যালো ম্যাম,

উই আরন'ট মেড,উই নিড জাস্ট টেন স্টিক উইড-

সরি একচুয়ালি উই আর এ বুলশিট,

ননসেন্স।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.